Header Ads

Header ADS

হাসি কম,কাঁদি বেশি 1 (Life Changing History)




হাসি কম,কাঁদি বেশি: 
গাধার আত্মীয়!

মসজিদের সামনে একটা গাধা মরে পড়ে আছে। ইমাম সাহেব পৌরসভা অফিসে ফোন করলেন। কেউ ধরল না। চেয়ারম্যানকে ফোন করলেন। ধরল না। এভাবে ফোন করে ব্যর্থ হতে হতে সর্বোচ্চ পর্যায়ে ফোন করলেন। এবার ফোন রিসিভ হল,
-আমাদের মসজিদের সামনে একটা গাধার লাশ পড়ে আছে। পৌরসভা থেকে শুরু করে আপনি পর্যন্ত পৌঁছলাম। গাধাটাকে সরানোর ব্যবস্থা করতে হবে।
ওপাশ থেকে কৌতুকস্বরে উত্তর এল,
-মাইয়েতের কাফন-দাফনের দায়িত্ব তো আপনাদের। ব্যবস্থা করে ফেলুন।
-জি¦, তা ঠিক বলেছেন। তবে দাফনের আগে মাইয়েতের আত্মীয়-স্বজনকে খবর দেয়াটা দায়িত্বের মধ্যে পড়ে কি না....!
  • পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় আতর শিশিতে থাকে না। থাকে মুখে। মুখের ভাষায়। আমার কথায়। যার সৌরভে অতি সহজেই চারপাশ সুরভিত করে তুলতে পারি।
  • ঘরনির দ্বীনদারী ঠিক না থাকলে ঘর ঠিক হবে না। ঘর ঠিক না হলে, সন্তান ঠিক হবে না। সন্তান ঠিক না হলে সমাজ ঠিক হবে না।

  • মৃত্যু কখনোই আমি ভালো হয়ে যাওয়ার অপেক্ষা করবে না। তাই আমি ভালো হয়ে গিয়ে, মৃত্যুর অপেক্ষা করাই বেশি নিরাপদ।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.