Header Ads

Header ADS

কুরআনি ভাবনা (১০-১৭) You have to follow



কুরআনি ভাবনা 11


ফিতনার সময় হক খুঁজতে হয় ময়দানের দিকে তাকিয়ে। দেখতে হয় কুফরশক্তি ঈমানের প্রশ্নে কোন দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি খড়গহস্ত। কুফরিশক্তির শ্রেষ্ঠতম যোগ্যতা হল, তারা তাদের প্রচারণার ডামাডোল ব্যবহার করে, হককে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া। কাফেরের হাঁকডাক সর্বকালেই বেশ উচ্চকিত থাকে। বর্তমানেও তাই। মুমিনের কর্তব্য কাফিরের ছলছাতুরিগুলো ভালো করে বোঝা। এজন্যই কুরআন বারবার কুফর ও শিরক সম্পর্কে মুমিনকে সতর্ক করেছে। একটু পরপরই কুফর-শিরক নিয়ে আলোচনা করেছে। সামাজিকভাবে আপাতত সম্ভব না হলেও, চিন্তার জায়গাগুলোতে যেন কুফর কিছুতেই আমাকে ছুঁতে না পারে, এ-ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা।

কুরআনি ভাবনা: 12
যারা কুরআন কারীম বোঝে, তারাই সবচেয়ে শক্তিমান ও সুখি মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। যাদের সাথে কুরআন আছে, তারাই সবচেয়ে শক্তিমান মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কারণ? কুরআন শুধু বুঝলেই হয় না, আমলেও আনতে হয়। সাথে অস্ত্র থাকলেই হয় না, ব্যবহারও করতে হয়।
পাক ও ভারত উভয়ের কাছেই পারমাণবিক বোমা আছে। উভয় দেশই একে অপরকে সমঝে চলে। কারণ? একদেশ পোখরানে, আরেকদেশ চাগাইয়ে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে নিজের ক্ষমতার জানান দিয়েছে। আমার কাছে কুরআন আছে বলে তৃপ্তির ঢেকুর তুললে কাজ হবে না। কুরআনের যথাযথ ব্যবহারও করা জরুরী।

কুরআনি ভাবনা:13
ওসীয়ত!

-
১: একলোক উবাই বিন কা‘ব রা.-কে বললেন,
‘আমাকে কিছু ওসীয়্যত করুন’।
আল্লাহর কিতাবকে ইমাম হিশেবে গ্রহণ করো, আল্লাহর কিতাবকে কাযি ও হাকীম হিশেবে সন্তুষ্টচিত্তে মেনে নাও, কুরআন ও সুন্নাহকেই তোমাদের রাসূল তার স্থলাভিষিক্ত করে রেখে গেছেন। কুরআন তোমাদের জন্য সুপারিশকারী। কুরআন তোমাদের জন্য নিরংকুশ মাননীয়। কুরআন সন্দেহাতীতভাবে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য স্বাক্ষী। কুরআনে আছে তোমাদের আলোচনা। তোমাদের পূর্ববর্তী লোকদের আলোচনা। কুরআনে আছে তোমাদের বর্তমান জীবনের বিধি-বিধান। কুরআনে আছে তোমাদের সংবাদ-বৃত্তান্ত। তোমাদের পরবর্তীদের বৃত্তান্তও আছে।
২: কুরআন কারীম হল পুরো মানবজাতির দর্পণ। কুরআনেই আছে সব সমস্যার সমাধান। কুরআনের ছোঁয়া পেয়েই মৃত কলব জীবিত হয়। কুরআনের প্রভাবে মানবজাতির গতি-প্রকৃতি সংশোধিত হয়।

কুরআনি ভাবনা: 14
সংশোধন!
-

১: আহলে কুরআন যদি সংশোধিত হয়ে যেত, সবলোক আপনা-আপনিই সংশোধিত হয়ে যেত।
-মায়মূন বিন মুহরান রহ.
২: কুরআন হল উম্মুল কিতাব। সমস্ত কিতাবের মূল। কুরআন মেনে চলা মানে, সমস্ত জ্ঞানের মৌলিক অংশকে মেনে চলা।
৩: আহলে কুরআন বা কুরআন শিক্ষাদানকারীগনও নবীজি সা.-এর প্রকৃত ওয়ারিস। তারা ভালো হলে, বাকিরা তাদের ছোঁয়া পেয়ে, এমনিতেই ভালো হয়ে যাবে

কুরআনি ভাবনা: 15
অনুতাপ!

-
১: কুরআনের ভাব বোঝার মেহনত ছাড়া, অন্য কিছুতে জীবনের সিংহভাগ ব্যয় করে আমি অনুতপ্ত।
ইবনে তাইমিয়া রহ.
২: আমিওকি কুরআন বাদ দিয়ে, অন্য কিছুতে সময় কাটানোর জন্য অনুতপ্ত

কুরআনি ভাবনা: 16
আক্ষেপ!

-
১: হায়, আমি যদি জীবনটা শুধু কুরআনের মাঝেই সীমাবদ্ধ রাখতাম!
-সুফইয়ান সাওরী রহ.
২: আমার, আমাদের মধ্যেও একসময় এই আক্ষেপটা প্রবল হয়ে উঠবে। ইশ, দুনিয়ার সব বাদ দিয়ে, শুধু কুরআন ও হামিলে কুরআনকে নিয়ে কেন ব্যস্ত থাকলাম না

কুরআনি ভাবনা: 17
হামিলে কুরআন!


১: কুরআন কারীম আমার কলবে কী রোপণ করছে? কুরআন হল মুমিনের বসন্ত। বৃষ্টি যেমন যমীনের বসন্ত। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। শুকনো বীজ থেকে, খটখটে শুকনো ডাঁটা থেকে, বৃষ্টির ছোঁয়ায় বীজ জন্ম নেয়। দুর্গন্ধময় মাটি, পচা কাঁদা, থকথকে পুঁতি ময়লা, কিছুই বীজের অঙ্কুরোদ্গম ঠেকাতে পারে না। সব বাধা দলে ঠনঠনে বীজ থেকে অঙ্কুর লকলকিয়ে বেড়ে ওঠে। আমার কলব যতই ময়লাযুক্ত হোক, কুরআনী বীজ সেখানে সুন্দর কিছু ফলাবেই।
২: কুরআন আমার কলবে কেমন বীজ রোপণ করছে? একেকটি সূরা অমিত সম্ভাবনাময় বীজ। একেকটি আয়াত অফুরন্ত ফল-ফসলের বীজ। এই বীজ আমার কলবে কিছু উৎপন্ন করছে তো? নাকি আমার কলবের বীজতলা এতটাই উষর, কুরআনের মতো বীজও সেখানে দাঁত বসাতে পারছে না?
৩: আল্লাহর পক্ষ থেকে মোহর লেগে না গেলে, পৃথিবীতে এমন কলব পাওয়া অসম্ভব, যাতে কুরআন কোনও প্রভাব ফেলে না। আমার মধ্যে যেটুকু কুরআন আছে, আমি কি সে অনুযায়ী আমল করছি?

ওয়া উম্মাতাহ!
মা-মণি, ঘুমিয়ে থাকো!

জান্নাতে পাখি হয়ে উড়তে থাকো!
শামের এই মা-মণিটির মতোই অসংখ্য মুসলিম প্রতিনিয়ত অসহায়ভাবে শহীদ হয়ে চলেছে। অবস্থা, পরিবেশ, পরিস্থিতি আমাদের হাত-পা এমনভাবে বেঁধে রেখেছে, একটু ‘নড়াচড়া’ করলেই হয় জেলে যেতে হচ্ছে, নইলে গুম হয়ে যেতে হচ্ছে। কিন্তু উম্মাহর এই অসহায় অবস্থা থাকবে না। ইন শা আল্লাহ পরিবর্তন আসবেই। উম্মাহ যতই ঘুমিয়ে থাকুক, আল্লাহর কিছু বান্দা সবসময়, কোথাও না কোথাও, জেগে থাকেই।

Image may contain: 1 person


কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.