Header Ads

Header ADS

কুরআনি ভাবনা 2 (You have to follow)



      আল্লাহর শুকিরয়া 


১: আল্লাহর শুকিরয়া আদায় করা ইবাদত। আমাকে আল্লাহর দেয়া অফুরন্ত নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারাও একটি স্বতন্ত্র নেয়ামত। তাছাড়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে বাড়তি দু’টি নেয়ামত লাভ হল,
ক: বর্তমানে যে নেয়ামত আছে, তাতে স্থায়িত্ব আসে।
খ: বর্তমানে মালিকানায় থাকা অল্প বা বেশ নেয়ামতে বরকত আসে।
২: আল্লাহর নেয়ামতের না-শোকরী করলে, পরিণতিতে দু’টি শাস্তি আসে,
ক: আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নেন।
খ: অথবা নেয়ামত রেখে দিয়ে, নেয়ামতের বরকত ছিনিয়ে নেন।
নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর পানাহ চাই।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.