Header Ads

Header ADS

কুরআনি ভাবনা 1 (You have to follow)

    
কুরআনি ভাবনা






১: ইমাম সাহেব কোথাও গিয়েছেন। মুয়াজ্জিন সাহেবকে নামায পড়ানোর দায়িত্ব দিয়ে গেছেন। মুয়াজ্জিন সাহেব অনভ্যস্ততার কারণে, কেরাতে হোঁচট খেলেন।
২: জামাত শেষ হওয়ার কিছুক্ষণ পর ইমাম সাহেব ফিরলেন। আজ নামায পাশের মসজিদে পড়েছেন। এলাকার কয়েকজন হর্তকর্তা মুসল্লি ইমাম সাহেবের কাছে গিয়ে অভিযোগ করলেন। মুয়াজ্জিন সাহেব কেরাতে ভুল করেছেন।
৩: খোঁজ নিয়ে জানা গেল, মুয়াজ্জিন সাহেব কেরাতে ভুল নয়, আটকেছেন। আবার দোহরিয়ে ঠিক করে পড়েছেন। ইমাম সাহেব পরে সুযোগমতো হর্তকর্তাদের পাকড়াও করলেন,
-আপনারা অভিযোগ করেছিলেন, মুয়াজ্জিন সাহেব কেরাতে ভুল করেছেন। কথাটা ঠিক নয়। তিনি এক জায়গায় আটকে গিয়েছিলেন। আচ্ছা, আপনারা বলতে পারেন, তিনি কোন সূরা পড়েছিলেন?
গনমান্যরা চুপ। মুয়াজ্জিন সাহেব কোন কেরাত পড়েছেন সেটা মনে নেই? আচ্ছা, তিনি যে কেরাত পড়েছিলেন, সেটা কি বোঝার চেষ্টা করেছিলেন? এবারও সবাই চুপ। ইমাম সাহেব এবার বললেন,
-মুয়াজ্জিন সাহেব কোন সুরা পড়েছেন সেটা মনে নেই। তার কেরাতে আল্লাহ তা‘আলা কী বলেছেন, সেটাও খেয়াল নেই। কিন্তু তাঁর নির্দোষ ‘আটকে যাওয়া’ এখনো মনে আছে? কোনটা বেশি জরুরী? কেরাতের ভুল ধরা না, আল্লাহ কী বলেছেন সেদিকে খেয়াল করা ও শিক্ষা লাভ করা?

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.