Header Ads

Header ADS

Life Experiance part 5



দিনলিপি-৫
(০৩-০৮-১৯)
মহিলা ‘ইমাম’!

-
১: মহিলারা কি পুরুষেরও ‘ইমাম’ হতে পারবেন? জ্বি, কুরআনে এমনটাই আছে। মহিলারা মুত্তাকীগনের ইমাম হতে পারবেন। তবে কথা আছে।
২: কুরআন কারীমে ইমাম শব্দটা সর্বমোট ১২বার উল্লেখিত হয়েছে। ইমাম শব্দটি কুরআনে ৭-টি অর্থে ব্যবহৃত হয়েছে,
ক: কল্যাণ কাজের নেতা বা আদর্শ।
খ: শয়তান বা কাফেরদের নেতা।
গ: মানুষের আমলনামা।
ঘ: লওহে মাহফুয।
ঙ: তাওরাত।
চ: সুস্পষ্ট প্রশস্ত রাজপথ।
৩: ইমাম বলতে আমরা সাধারণত বুঝি, মসজিদের ইমাম বা নামাজের ইমাম। এই প্রচলিত অর্থে ‘ইমাম’ শব্দটি কুরআন কারীমে একবারও ব্যবহৃত হয়নি।
৪: কুরআন কারীমের দু‘আগুলো সবার জন্য। অবাধ। উন্মুক্ত। উদার। নারী ও পুরুষ উভয়ের জন্য। দু‘আগুলো প্রতিটি মুমিনের জন্য। এমনকি প্রতিটি মানুষের জন্য। যারা মুসলিম নয়, তাদের জন্যও দু‘আগুলো পড়ার ঢালাও অনুমতি। কুরআন তো সবার জন্য,
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰ⁠جِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ হতে দান করুন নয়নপ্রীতি এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন (ফুরকান ৭৪)।
৫: দু‘আটির বক্তব্য পুরুষঘেঁষা হলেও, নারীরাও এই দু‘আ করতে পারবেন। দু‘আর শেষাংশে আছে (وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا)। আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। একজন নারীও মুত্তাকীদের ইমাম হতে পারেন।
৬: ইমাম হতে হলে, মিম্বর মেহরাবে দাঁড়াতে হবে? এমন শর্ত কুরআন ও সুন্নাহর কোথাও নেই। আমি ইমাম হতে পারি মুচকি হাসিতে। আমি ইমাম হতে পারি পরোপকারে। আমি ইমাম হতে পারি সবরে।
৭: হাঁ, মসজিদে নামাজের ইমাম হতে হলে পুরুষ হওয়া শর্ত। ঈমানে, আমলে, সততায়, শিক্ষায়, দীক্ষায়, আদর্শে ইমাম হতে হলে, পুরুষ হওয়ার শর্ত নেই। একজন নারীও পৃথিবীর সমস্ত পুরুষের, সমস্ত মুত্তাকীদের ইমাম হতে পারেন। আদর্শ হতে পারেন। আম্মাজান আয়েশা রা. আমাদের ইমাম। উমার বিন আবদুল আজীজ রহ.-এর সহধর্মিনী আমাদের ইমাম। খলীফা হারুনুর রশীদের স্ত্রী জুবায়দা আমাদের ইমাম। তারা আদর্শ দিয়েই আমাদের ইমাম হয়েছেন।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.