Header Ads

Header ADS

একটুখানি তাদাব্বুর 1 (You have to know)

       
মক্কার মর্যাদা!



১: আল্লাহ তা‘আলা কুরআন কারীমে বিভিন্ন শহরের কথা বলেছেন। কিছু জনপদের নেতিবাচক দিক তুলে ধরেছেন। মুশরিকদের জনপদ সম্পর্কে বলেছেন,
وَكَذَ ٰ⁠لِكَ أَخۡذُ رَبِّكَ إِذَاۤ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِیَ ظَـٰلِمَةٌۚ
যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, আপনার প্রতিপালক যখন তাদের ধরেন, তখন তাঁর ধরা এমনই হয়ে থাকে (হুদ ১০২)।
২: আরেক আয়াতে মুশরিকদের জনপদসমূহ সম্পর্কে বলা হয়েছে,
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡیَة كَانَتۡ ظَالِمَة
আমি কত জনপদ পিষ্ট করেছি, যারা ছিল জালেম! (আম্বিয়া ১১)।
৩: আরেক জায়গায় বলা হয়েছে,
فَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَهۡلَكۡنَـٰهَا وَهِیَ ظَالِمَة
মোদ্দাকথা, আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল! (হাজ্জ ৪৫)।
৪: আরেক আয়াতে আছে,
وَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَمۡلَیۡتُ لَهَا وَهِیَ ظَالِمَة
আমি কত জনপদকেই তো অবকাশ দিয়েছিলাম, যা ছিল জুলুমরত (হাজ্জ ৪৮)।
৫: কিন্তু যখন মক্কার কথা এল, তখন বললেন,
رَبَّنَاۤ أَخۡرِجۡنَا مِنۡ هَـٰذِهِ ٱلۡقَرۡیَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে - যার অধিবাসীরা জালিম - অন্যত্র সরিয়ে নিন (নিসা ৭৫)।
৬: এতক্ষণ বলেছিলেন ‘জনপদগুলো’ জালিম। মক্কার ক্ষেত্রে এই পবিত্র জনপদকে জালিম বললেন না। জনপদের অধিবাসীদের জালিম বললেন।
৭: মক্কা আসলেই আল্লাহর খাস শহর। বায়তুল্লাহর শহর। নিরাপদ শহর (ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ): সূরা ত্বীন।
৮: আল্লাহ মক্কাকে বানিয়েছেন ‘নিরাপদ হারাম’, কাসাস ৫৭।
حَرَمًا ءَامِنا
৯: তিনি মক্কাকে করেছেন মানুষের বারবার ফিরে আসার স্থান এবং পরিপূর্ণ নিরাপত্তার স্থানে। বাকারা ১২৫।
مَثَابَة لِّلنَّاسِ وَأَمۡنا
১০: হজ-ওমরার সূত্রেই হোক, জীবিকার সূত্রেই হোক, এই শহরে অবস্থানকালে, এই শহরের বিশেষ মর্যাদার কথা স্মরণে রাখা জরুরী।

কোন মন্তব্য নেই

nicodemos থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.