একটুখানি তাদাব্বুর 1 (You have to know)
মক্কার মর্যাদা!
১: আল্লাহ তা‘আলা কুরআন কারীমে বিভিন্ন শহরের কথা বলেছেন। কিছু জনপদের নেতিবাচক দিক তুলে ধরেছেন। মুশরিকদের জনপদ সম্পর্কে বলেছেন,
وَكَذَ ٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَاۤ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِیَ ظَـٰلِمَةٌۚ
যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, আপনার প্রতিপালক যখন তাদের ধরেন, তখন তাঁর ধরা এমনই হয়ে থাকে (হুদ ১০২)।
২: আরেক আয়াতে মুশরিকদের জনপদসমূহ সম্পর্কে বলা হয়েছে,
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡیَة كَانَتۡ ظَالِمَة
আমি কত জনপদ পিষ্ট করেছি, যারা ছিল জালেম! (আম্বিয়া ১১)।
৩: আরেক জায়গায় বলা হয়েছে,
فَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَهۡلَكۡنَـٰهَا وَهِیَ ظَالِمَة
মোদ্দাকথা, আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল! (হাজ্জ ৪৫)।
৪: আরেক আয়াতে আছে,
وَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَمۡلَیۡتُ لَهَا وَهِیَ ظَالِمَة
আমি কত জনপদকেই তো অবকাশ দিয়েছিলাম, যা ছিল জুলুমরত (হাজ্জ ৪৮)।
৫: কিন্তু যখন মক্কার কথা এল, তখন বললেন,
رَبَّنَاۤ أَخۡرِجۡنَا مِنۡ هَـٰذِهِ ٱلۡقَرۡیَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে - যার অধিবাসীরা জালিম - অন্যত্র সরিয়ে নিন (নিসা ৭৫)।
৬: এতক্ষণ বলেছিলেন ‘জনপদগুলো’ জালিম। মক্কার ক্ষেত্রে এই পবিত্র জনপদকে জালিম বললেন না। জনপদের অধিবাসীদের জালিম বললেন।
৭: মক্কা আসলেই আল্লাহর খাস শহর। বায়তুল্লাহর শহর। নিরাপদ শহর (ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ): সূরা ত্বীন।
৮: আল্লাহ মক্কাকে বানিয়েছেন ‘নিরাপদ হারাম’, কাসাস ৫৭।
حَرَمًا ءَامِنا
৯: তিনি মক্কাকে করেছেন মানুষের বারবার ফিরে আসার স্থান এবং পরিপূর্ণ নিরাপত্তার স্থানে। বাকারা ১২৫।
مَثَابَة لِّلنَّاسِ وَأَمۡنا
১০: হজ-ওমরার সূত্রেই হোক, জীবিকার সূত্রেই হোক, এই শহরে অবস্থানকালে, এই শহরের বিশেষ মর্যাদার কথা স্মরণে রাখা জরুরী।
وَكَذَ ٰلِكَ أَخۡذُ رَبِّكَ إِذَاۤ أَخَذَ ٱلۡقُرَىٰ وَهِیَ ظَـٰلِمَةٌۚ
যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, আপনার প্রতিপালক যখন তাদের ধরেন, তখন তাঁর ধরা এমনই হয়ে থাকে (হুদ ১০২)।
২: আরেক আয়াতে মুশরিকদের জনপদসমূহ সম্পর্কে বলা হয়েছে,
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡیَة كَانَتۡ ظَالِمَة
আমি কত জনপদ পিষ্ট করেছি, যারা ছিল জালেম! (আম্বিয়া ১১)।
৩: আরেক জায়গায় বলা হয়েছে,
فَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَهۡلَكۡنَـٰهَا وَهِیَ ظَالِمَة
মোদ্দাকথা, আমি কত জনপদকেই ধ্বংস করেছি, যখন তারা জুলুমে রত ছিল! (হাজ্জ ৪৫)।
৪: আরেক আয়াতে আছে,
وَكَأَیِّن مِّن قَرۡیَةٍ أَمۡلَیۡتُ لَهَا وَهِیَ ظَالِمَة
আমি কত জনপদকেই তো অবকাশ দিয়েছিলাম, যা ছিল জুলুমরত (হাজ্জ ৪৮)।
৫: কিন্তু যখন মক্কার কথা এল, তখন বললেন,
رَبَّنَاۤ أَخۡرِجۡنَا مِنۡ هَـٰذِهِ ٱلۡقَرۡیَةِ ٱلظَّالِمِ أَهۡلُهَا
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে - যার অধিবাসীরা জালিম - অন্যত্র সরিয়ে নিন (নিসা ৭৫)।
৬: এতক্ষণ বলেছিলেন ‘জনপদগুলো’ জালিম। মক্কার ক্ষেত্রে এই পবিত্র জনপদকে জালিম বললেন না। জনপদের অধিবাসীদের জালিম বললেন।
৭: মক্কা আসলেই আল্লাহর খাস শহর। বায়তুল্লাহর শহর। নিরাপদ শহর (ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ): সূরা ত্বীন।
৮: আল্লাহ মক্কাকে বানিয়েছেন ‘নিরাপদ হারাম’, কাসাস ৫৭।
حَرَمًا ءَامِنا
৯: তিনি মক্কাকে করেছেন মানুষের বারবার ফিরে আসার স্থান এবং পরিপূর্ণ নিরাপত্তার স্থানে। বাকারা ১২৫।
مَثَابَة لِّلنَّاسِ وَأَمۡنا
১০: হজ-ওমরার সূত্রেই হোক, জীবিকার সূত্রেই হোক, এই শহরে অবস্থানকালে, এই শহরের বিশেষ মর্যাদার কথা স্মরণে রাখা জরুরী।
কোন মন্তব্য নেই