কুরআনি ভাবনা ১৮ -১৯ You have to follow
কুরআনি ভাবনা: ১৮
নবীগনের পেশা!
-
আদম আ. ছিলেন কৃষিজীবী। জমিতে চাষ করতেন। ফসল বুনতেন।
ইদরীস আ. ছিলেন খাইয়াত। প্রচলিত ভাষায় খলীফা। পোষাক সেলাই করতেন।
নূহ আ. ছিলেন কাঠমিস্ত্রি। জাহাজ বানিয়েছেন।
ইবরাহীম আ. ছিলেন রাজমিস্ত্রি। কা‘বাঘর বানিয়েছেন।
ইলয়াস আ. ছিলেন তাঁতী। সুতো-কাপড় বুনতেন।
দাউদ আ. ছিলেন কামার। লৌহবর্ম বানাতেন।
মুসা আ. ছিলেন রাখাল। শ্বশুরবাড়ির মেষ চরাতেন।
ঈসা আ. ছিলেন ডাক্তার। দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতেন।
মুহাম্মাদ সা. ছিলেন রাখাল। মক্কায় মেষ চরাতেন।
কোনও পেশাই ফেলনা নয়।
সব হালাল পেশাই সম্মানের।
আয়-উপার্জনের জন্য কায়িক শ্রমের পেশাকে ছোট করে দেখা গুনাহ।
মানুষকে পেশা দিয়ে মাপাও গুনাহ।
নবীগনের পেশা!
-
আদম আ. ছিলেন কৃষিজীবী। জমিতে চাষ করতেন। ফসল বুনতেন।
ইদরীস আ. ছিলেন খাইয়াত। প্রচলিত ভাষায় খলীফা। পোষাক সেলাই করতেন।
নূহ আ. ছিলেন কাঠমিস্ত্রি। জাহাজ বানিয়েছেন।
ইবরাহীম আ. ছিলেন রাজমিস্ত্রি। কা‘বাঘর বানিয়েছেন।
ইলয়াস আ. ছিলেন তাঁতী। সুতো-কাপড় বুনতেন।
দাউদ আ. ছিলেন কামার। লৌহবর্ম বানাতেন।
মুসা আ. ছিলেন রাখাল। শ্বশুরবাড়ির মেষ চরাতেন।
ঈসা আ. ছিলেন ডাক্তার। দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতেন।
মুহাম্মাদ সা. ছিলেন রাখাল। মক্কায় মেষ চরাতেন।
কোনও পেশাই ফেলনা নয়।
সব হালাল পেশাই সম্মানের।
আয়-উপার্জনের জন্য কায়িক শ্রমের পেশাকে ছোট করে দেখা গুনাহ।
মানুষকে পেশা দিয়ে মাপাও গুনাহ।
কুরআনি ভাবনা: ১৯
বিয়ে!
-
বিয়ে মানে লাখ লাখ টাকা মোহরানার ফুটানি নয়।
বিয়ে মানে জাঁক-জৌলুসের বাহারি চমক নয়।
বিয়ে মানে চাকচিক্যের অপরিমিত দেখানোপনা নয়।
বিয়ে মানে একটি ‘সুখিগৃহ’-এর নাম।
যার ভিত ‘আল্লাহর আনুগত্য’-এর উপর স্থাপিত।
যার খুঁটি সহনশীল পরস্পরকে বোঝাপড়াময় দু’টি হৃদয়।
যার ছাদ হবে (إِیَّاكَ نَعۡبُدُ وَإِیَّاكَ نَسۡتَعِینُ) আমরা আল্লাহরই ইবাদত করি। আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই।
বিয়ে!
-
বিয়ে মানে লাখ লাখ টাকা মোহরানার ফুটানি নয়।
বিয়ে মানে জাঁক-জৌলুসের বাহারি চমক নয়।
বিয়ে মানে চাকচিক্যের অপরিমিত দেখানোপনা নয়।
বিয়ে মানে একটি ‘সুখিগৃহ’-এর নাম।
যার ভিত ‘আল্লাহর আনুগত্য’-এর উপর স্থাপিত।
যার খুঁটি সহনশীল পরস্পরকে বোঝাপড়াময় দু’টি হৃদয়।
যার ছাদ হবে (إِیَّاكَ نَعۡبُدُ وَإِیَّاكَ نَسۡتَعِینُ) আমরা আল্লাহরই ইবাদত করি। আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই।
পৃথিবীর কত অখ্যাত
আল্লাহর কাছে সুখ্যাত!
পৃথিবীর কত কুখ্যাত
আল্লাহর দরবারে বিখ্যাত!
পৃথিবীর কত সুখ্যাত
আল্লাহর দরবারে কুখ্যাত!
.
আমি দুনিয়াতে যেমনই হই,
আল্লাহর দরবারে কেমন?

কোন মন্তব্য নেই